ডিমের দাম ডজনে বেড়ে ১৫০, মাছ লাগামহীন

Looks like you've blocked notifications!
রাজধানীর কারওয়ান বাজারে আজ শুক্রবার বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সব মাছের দামও অস্বাভাবিক হারে বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ী, কারওয়ানবাজার, শনিরআখড়া, রামপুরা, বনশ্রী, বনানী, কাকলীসহ বিভিন্ন এলাকার বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এসব বাজারে দেখা গেছে, ডিম পাইকারি বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪৩ থেকে ১৪৫ দরে। খুচরা বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে।

এ ছাড়া, ছোট সাইজের রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা, পাবদা মাছ কেজিতে ৪৫০ থেকে ৬০০ টাকা, বেলে মাছ সাড়ে ৭০০ টাকা কেজি, টেংরা মাছ ৭০০ টাকা কেজি, চিংড়ি প্রতি কেজি ৪০০ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এদিকে, কাঁচাবাজারে শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। টমেটো কেজি ১৩০ টাকা, গাজর ১৪০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজিতে। লতি ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫৫ টাকা ও মুলা ৫০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে।

এককেজি দেশি কাঁচা মরিচের দাম ৮০ টাকা, আর ভারতীয় মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে পুঁইশাক ২৫-৩০ টাকা, পালং ১৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, কলমি ও লাল শাক প্রতি আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।