ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ
লক্ষ্মীপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কর্মচারী আহম্মদ হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন আয়েশা বেগম নামের এক নারী। আজ সোমবার দুপুরে জেলা শহরের অঙ্গশোভা ভবনে একটি পত্রিকা কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আয়েশার দুই ছেলে, মেয়েজামাই ও দুই মেয়ে। আয়েশা লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার মৃত শাহ আলমের স্ত্রী। তবে অভিযোগ অস্বীকার করেছেন আহম্মদ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আবিরনগর এলাকার বাসিন্দা শাহ আলম মারা যাওয়ার পর তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে ওয়ারিশসূত্রে সাড়ে ৩১ শতাংশ জমির মালিক হন। কিন্তু আহম্মদ হোসেন তাদের ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।
জমি ফিরে পেতে গত ২৪ অক্টোবর আয়েশার ছেলে লোকমান বাদী হয়ে জেলা লিগ্যাল এইডে আহম্মদসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে আহম্মদ ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর শহরের শেখ রাসেল সড়ক এলাকায় আয়েশাকে মারধরসহ শাড়ি-ব্লাউজ ছিঁড়ে ফেলেন।
এ ঘটনায় ৩১ অক্টোবর আয়েশা বাদী হয়ে আহম্মদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এরপর থেকেই মামলাটি তুলে নিতে আহম্মদসহ তাঁর ভাইয়েরা ওই বিধবা নারীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। সবশেষ বিধবার বসতঘরটিও দখলের জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ডিসি অফিসের কর্মচারী আহম্মদ হোসেন বলেন, ‘কারো জমি দখল করিনি। ওয়ারিশি জমির ওপরই আমি বাড়ি তৈরি করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ আনা হচ্ছে।’