ডেঙ্গুতেই মারা গেছেন নড়াইলের সাবেক পুলিশ কর্মকর্তা

Looks like you've blocked notifications!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফ মোস্তফা কামাল (৭৫) মারা গেছেন। গতকাল পাওয়া তাঁর নমুনা রিপোর্টের ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ শাহাবুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোস্তফা কামাল গত ৯ জুলাই রাত ৯টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তবে হাসপাতাল থেকে ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি গতকাল রাত ৯টার দিকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়। 

জেলা সিভিল সার্জন আব্দুল মোমিন বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়েছিল। গতকাল এ রিপোর্ট হাতে এসেছে। রিপোর্টে ডেঙ্গুতে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।’

সিভিল সার্জন আরো জানান, এ বছর নড়াইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো।

পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তফা কামালকে পাঁচুড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।