ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ রোগী হাসপাতালে

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সেবাদানের পুরোনো ছবি ফোকাস বাংলার

ডেঙ্গুতে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৪ জন রোগী।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৮০ জন এবং ঢাকার বাইরে ৪০২ জন চিকিৎসা নিয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৭৪৪ জন, আর মারা গেছে ৯ জন।