ডেঙ্গুতে দেশে আজও আক্রান্ত ৪৪০ জন

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সেবাদানের ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবারও ৪৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩০৯ জন ও ঢাকার বাইরে ১৩১ জন। বর্তমানে সারা দেশে এক হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৯৬ জন ও ঢাকার বাইরে ৩৫৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৮০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১১৮ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।