ডেঙ্গুতে দেশে আরও ৫০৬ জন আক্রান্ত

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সেবাদানের ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৪ জনে। 

এ ছাড়া নতুন করে দেশে কোন ডেঙ্গুতে মৃত্যু নেই। তবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৬৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। বর্তমান ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৪২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪৪৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৮৫২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩ হাজার ৯২৩ জন।