ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৩৮০

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সেবাদানের পুরোনো ছবি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৮০ জন। ও সময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭৪৪ জন।

আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২১৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯১৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৭৬৩ জন। 

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৭৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৭৪০ জন।