ডেঙ্গুতে মৃত্যু ২, শনাক্ত ৪৬২

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সেবাদানের পুরোনো ছবি।

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪৪ জনে দাঁড়াল। এ ছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯৮৮ জন।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১৭১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮১৭ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৩ হাজার ৩৭৫ জন।

ক্যাপশন :

ডেঙ্গুতে আক্রান্তদের সেবাদানের পুরোনো ছবি