ডেঙ্গুতে মৃত্যু ৩, শনাক্ত ৪১০

Looks like you've blocked notifications!
ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবাদানের পুরোনো ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫৭ জন। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ৪১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৪৬৩ জন।

আজ রোববার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২০৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮৪১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৬২২ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ৬১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৬ হাজার ৮৯৯ জন।