ডেঙ্গুতে মৃত্যু ৫, রোগী বেড়েছে ঢাকার বাইরে

Looks like you've blocked notifications!
ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবাদানের পুরোনো ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬৭ জন মারা গেছে। এদিকে, রাজধানীর বাইরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একদিনে শনাক্ত ৭৮৮ রোগীর মধ্যে চার শতাধিক ঢাকার বাইরের।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৩৭ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৭৪ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৪ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ২৫৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে এক হাজার ৪৮৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৮ হাজার ২৯৫ জন।