ডেঙ্গু শনাক্ত ৩৫১, মোট মৃত্যু ২৫৪

Looks like you've blocked notifications!
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবাদানের পুরোনো ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫১ জন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭১০ জন।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২০৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯৩৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৭৭৭ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ২০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৬ হাজার ২৪৫ জন।