ড. এনামুল হকের মৃত্যুতে প্রযুক্তিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

Looks like you've blocked notifications!
ড. এনামুল হক। ছবি : সংগৃহীত

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় ইয়াফেস ওসমান ও কে এম খালিদ বলেন, ‘ড. এনামুল হক মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠাসহ জাতীয় পর্যায়ে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন প্রচলনের ক্ষেত্রে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’