ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

Looks like you've blocked notifications!
ঢাকা আইনজীবী সমিতির প্রথম দিনের নির্বাচনে প্রার্থী ও সমর্থকরা। ছবি : এনটিভি

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটির প্রথম দিনের নির্বাচন শেষ হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে জয়ের বিষয়ে দুই দলই আশাবাদী।

এবারের নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৩ ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে রয়েছে ২৩ জন।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, সাধারণ আইনজীবীদের দাবির মুখে নির্বাচনে এসেছি। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং সাধারণ আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে প্যানেলসহ নীল দলই জিতবে। প্রথম দিনে সুষ্ঠু ভোট হয়েছে।’

আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘সাদা দল নির্বাচিত হলে সাধারণ আইনজীবীদের জন্য ইতিবাচক পরিবর্তন আসে। আইনজীবীদের পেশাগত সমস্যা নিরসনে আমরা কাজ করব। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, নার্গিস পারভীন মুক্তি লাইব্রেরি সম্পাদক, নূরজাহান বেগম সাংস্কৃতিক সম্পাদক, আনোয়ারুল ইসলাম দপ্তর সম্পাদক, মোবারক হোসেন ক্রীড়া সম্পাদক ও মাহবুব হাসান রানা সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বিএনপি সমর্থিত নীল প্যানেল। ছবি : এনটিভি

এ ছাড়া সদস্য পদে আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান ইলিয়াছ, সহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে আওয়ামীপন্থী সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মো. মাহবুব হোসেন জয় সহ-সাধারণ সম্পাদক, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দপ্তর সম্পাদক, এসএম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া সদস্য পদে মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আওয়ামী সমর্থিত সাদা প্যানেল। ছবি : এনটিভি

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আবু বলেন, ঢাকা আইনজীবী সমিতির মোট সদস্য ২৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৬১৮ জন সদস্য তাদের ভোট দিতে পারবেন। বিগত নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিয়েছি। এবারও প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেব।

এর আগে ২০২২-২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদ এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ছয়টি পদে নির্বাচিত হয়েছে।