ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Looks like you've blocked notifications!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. সায়েদ ওরফে আবু সাঈদ (৪৫) নামে এক হাজতি মারা গেছেন। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

আজ দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘আবু সাঈদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘আবু সাঈদ সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তবে, তিনি কোন মামলায় হাজতি ছিলেন তা এখনও নিশ্চিত হতে পারিনি।’