ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল মৃধা রোমান (৩১) নামে হাজতির মৃত্যু হয়েছে। আজ  শুক্রবার বেলা পৌনে ১১টায় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে কারারক্ষী ইমদাদুল হক বলেন, ‘সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রোমান। অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ইমদাদুল জানান, কী মামলায় রোমান হাজতি ছিলেন, সে বিষয়ে জানি না। তার হাজতি নম্বর ২৯৮৭১/২১।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।