ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, চলছে ধীরগতিতে

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ছবি : এনটিভি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত পায় ১৩ কিলোমিটারে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে, দীর্ঘ কোনো জটের সৃষ্টি হয়নি। সেতুর পশ্চিম অংশে সিরাজগঞ্জ এলাকায় গাড়ি টানতে না পারার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে।

গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক দুই লেন হওয়ার কারণে সেখানে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হয়।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে, কোথাও কোনো জট নেই।