ঢাকা ফিরলেন মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
সস্ত্রীক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছান।

বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার এন্ড  আন্তর্জাতিক ক্লিনিকে তিনি চিকিৎসা নেন।  মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমও তার সঙ্গী ছিলেন। তিনিও চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।