ঢাকা বিশ্ববিদ্যালয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে : মেয়র আতিক

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে আজ রোববার বিকেলে ‘বঙ্গবন্ধু স্মার্ট ইয়ুথ স্পোর্টস টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আতিকুল ইসলাম। ছবি : এনটিভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দেশকে স্বাধীন করায়, ভাষা আন্দোলনে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিয়েছে, ঠিক সেভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্ব দেবে।’

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত ‘বঙ্গবন্ধু স্মার্ট ইয়ুথ স্পোর্টস টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম এ মন্তব্য করেন।

মেয়র আতিক বলেন, ‘কীভাবে স্মার্ট ডিনএনসিসি করা যায়, সে প্ল্যান আমরা করে ফেলেছি। স্মার্ট ডিএনসিসিতে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ সবকিছু এখন অনলাইনের মাধ্যমে হবে। ঢাকা শহরের বৈধ রিকশাগুলোকেও আমরা কিউআর কোডের সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি। আমরা প্রধানমন্ত্রীর স্মার্ট সিটি নিয়ে যে ১২টি ভিশন আছে, সেগুলো নিয়ে কাজ করছি। স্মার্ট ডিএনসিসিতে এখন থেকে আর কোনো দালালের খপ্পরে পড়তে হবে না।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হলে অবশ্যই খেলাধুলার কোনো বিকল্প নাই। সুস্থ সমাজ গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে সুস্থ মানুষ হতে হবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা অন্যায়ভাবে কোনো খেলার মাঠ দখল করতে দেব না। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি মাঠ উদ্ধার করে জনগণকে উপহার দিয়েছি। এই দেশকে সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ করতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরা সকলেই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।’

এছাড়া, এসময় তিনি ডিএনসিসির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে খেলাধুলার সামগ্রী উপহার, আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট এবং ডিএনসিসি ও ছাত্রলীগের মধ্যে মার্চ মাসে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি জেরিন তাসনিম প্রভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহীম, স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিম, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।