ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিহত ১

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের শ্রীনগরের কেউটখালীতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গণডাকাতির ঘটনার সময় একজন নিহত হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) সার্ভিস লেনে গণডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ৩টার দিকে পিকআপভ্যান, কাভার্ডভ্যান ও ট্রাক থামিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমাম হোসেন (১৭) ও হৃদয় (১৮) নামের দুজনকে গুরুতর আহত করে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে ডাকাতদলের একজন নিহত হয়েছে। ছয় লেনের এক্সপ্রেসওয়ের দুই পাশে স্থানীয় যানবাহন চলাচলের জন্য যে দুটি লেন সেই সার্ভিস লেনের কেউটখালী এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে।

গতরাতের ঘটনায় আহতেরা জানান, রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতদল। এ সময় সাত থেকে আট জনের সংঘবদ্ধ দল একাধিক গাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে একজন নিহত হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসক মারুফা আক্তার বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, ‘কেউটখালী এলাকায় রাস্তায় ডাকাতি হচ্ছে, এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়েছে।’

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে হাইওয়ে থানার একটি টিম ঘটনস্থলে যাই। ডাকাতি করে পালানোর সময় সড়কের উঁচু বিভাজনে সজোরে মাথায় আঘাত পেয়ে একজন মারা যায়। তবে নিহতের নামপরিচয় এখনও শনাক্ত হয়নি। মৃতদেহটি শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’