ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই

Looks like you've blocked notifications!
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট রকিবুর রহমান। ছবি : সংগৃহীত

মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান এবং দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশ কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন ডিএসইর এ প্রবীণ সদস্য।

জানা গেছে, গত সোমবার সংকটাপন্ন অবস্থায় তাঁকে থাইল্যা‌ন্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থে‌কে এয়ার অ্যাম্বুল্যা‌ন্সে করে দেশে এনে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হ‌য়ে‌ছিল।

গত বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন রকিবুর রহমান। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ হন। মাঝে তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।