ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারী নিহত ঘটনায় তদন্ত প্রতিবেদন ১১ জুন

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের ২ ডিসেম্বর সাবেক শিক্ষক আজহার জাফরের প্রাইভেটকারের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু হয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক আজহার জাফরের গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক নারীর মারা যান। ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (৭ মে) ধার্য দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এই নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ ডিসেম্বর বিকেল ৩টার দিকে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফরের প্রাইভেটকার। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার। তিনি প্রাইভেট কারের নিচেই আটকে পড়েন। ওই অবস্থায় গাড়িচালক আজহার জাফর গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন।

একপর্যায়ে উপস্থিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে থামে গাড়িটি। ওই সময় চালককে গণপিটুনি দেওয়া হয়। এতে গুরুতর আহত হন আজহার জাফর। পরে আহত নারী ও গাড়িচালক আজহার জাফরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ওই নারী মারা যান। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন ওই নারীর ভাই জাকির হোসেন মিলন।

গাড়িচালক আজহার জাফর ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে নৈতিক স্খলনজনিত কারণে তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার প্রায় এক মাস পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ২০২৩ সালের ১ জানুয়ারি আসামি আজহার জাফরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাফর। এরপর আদালত আসামি আজহার জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কারাগারে থাকাকালে তার মৃত্যু হয়।