তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিস্থাপন করলে সমস্যার সমাধান : মোশাররফ

Looks like you've blocked notifications!
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ সোমবার বিকেলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করেছে উল্লেখ করে  বিএনপির  স্থায়ী  কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান প্রতিস্থাপন করলে সমস্যার সমাধান হয়ে যাবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে ড. খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আওয়ামী লীগে নেতাদের এমন অভিযোগের জবাবে মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ স্বচ্ছ পানিকে ঘোলা করেছে। এখানে যদি কেউ মাছ শিকার করে এর দায়-দায়িত্ব সরকারের। বাংলাদেশের পানি স্বচ্ছ করার প্রয়োজন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে আক্রমণ করে। সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। দেশে গণতন্ত্র নেই। টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করছে। ব্যাংক লুটপাট করছে।’

মোশাররফ আরও বলেন, ‘মেগা প্রকল্প ও ফ্লাইওভার করে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। মধ্যবিত্ত গরীব হয়েছে; গরীব আরও গরীব হয়েছে। গণতন্ত্রকে হত্যাকারী এই সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। জনগণ সরকারের কাছ থেকে মুক্তি চায়।’

বিএনপি আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,  আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।