তথ্য প্রদানে কাউকে হয়রানি করা যাবে না : তথ্য কমিশনার

Looks like you've blocked notifications!
নীলফামারীতে রোববার তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি

তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আজ রোববার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে তথ্য কমিশন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ড. আব্দুল মালেক।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উদ্‌বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার এবং নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন।

প্রশিক্ষণে তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিল, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তথ্য কমিশনার ড. আব্দুল মালেক বলেন, ‘তথ্য পাওয়া মানুষের অধিকার। এজন্য কাউকে তথ্য দানে হয়রানি করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এজন্য আইন করে জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন।’

‘নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া তথ্য দিতে কোনে সমস্যা নেই’ উল্লেখ করে তথ্য কমিশনার বলেন, ‘কেউ তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে আপিল করতে হবে। আপিলেও কোনো সমাধান না এলে তথ্য কমিশনে অভিযোগ করা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তা সমাধান করে দেব।’

অর্ধদিবসের এ প্রশিক্ষণে সরকারি বিভিন্ন দপ্তরপ্রধান, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীসহ ৬০ জন অংশগ্রহণ করেন।