তরুণীকে বিয়ে করতে না পেরে ভাইকে অপহরণ, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
কিশোর অপহরণের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার রাসেল বেপারী। ছবি : এনটিভি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কালিনগর এলাকার এক তরুণী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ছোট ভাই মিরাজুল ইসলামকে (১২) অপহরণ করা হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ অপহৃত কিশোরকে উদ্ধার এবং রাসেল বেপারী নামে একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

গ্রেপ্তারকৃত রাসেল বেপারীর (২৯) বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট এলাকায়। উদ্ধার হওয়া কিশোর মিরাজুল ইসলামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কালিনগর গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কালিনগর এলাকার এক তরুণীকে বিয়ে করতে চায় মাদারীপুরের খাসেরহাট এলাকার রাসেল বেপারী। ওই তরুণী বিয়েতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তার ছোট ভাইকে দেশি অস্ত্রের মুখে অপহরণ করে রাসেল।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরদিন বুধবার ফাঁদ পাতার উদ্দেশ্যে পুলিশ ভুক্তভোগী পরিবার সেজে মোবাইল ফোনের মাধ্যমে রাসেলের কাছে ওই তরুণীকে বিয়ে দেওয়া হবে বলে জানায়। রাসেল নিজ বাড়ি মাদারীপুরের কালকিনির খাসেরহাটে ওই তরুণীকে নিয়ে যেতে বলেন। পরে দুপুরে খাসেরহাটে রাসেলের বাড়ি থেকে মিরাজুলকে উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী এলাকা মধ্যেরচর থেকে রাসেল বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোসাইরহাট থানায় মামলা করা হয়। একইদিন আদালতের মাধ্যমে রাসেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলটির তদন্ত করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’