তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল

Looks like you've blocked notifications!
ঢাকা সিএমএম কোর্ট। ফাইল ছবি এনটিভির

রাজধানীর সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আজ বুধবার (১২ এপ্রিল) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা দিতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। এর ফলে আদালত তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেছেন।

আজ বুধবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ২৪ মে ধার্য করেছেন আদালত।  

নথি থেকে জানা গেছে, গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। উত্তেজিত ছাত্ররা তখন পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল ছোঁড়ে। এমনকি রাস্তায় থাকা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের হামলায় আহত হন সাত পুলিশ সদস্য ।

ঘটনার পরদিন গত ৬ মার্চ নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেন।