তিন মানদণ্ডে উপাচার্য নিয়োগ দেওয়া হয় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তিনটি মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়- একাডেমিক নৈপুণ্য, গবেষণায় অবদান এবং শিক্ষক সমিতিতে নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতা।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পিরোজপুরে একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস হওয়ার পর তিনি এ কথা বলেন। বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।
ডা. দীপু মনি বলেন, ‘যদিও আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদে উচ্চ যোগ্য লোক চাই। কিন্তু অনেকেই প্রশাসনিক বোঝা বিবেচনা করে পদে থাকতে রাজি নন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভিসির কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি থাকা সত্ত্বেও, প্রায় সবাই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।’
বৃত্তিমূলক প্রশিক্ষণ শুধু ‘কম বুদ্ধিমান’ এবং প্রান্তিক পরিবারগুলোর জন্য এমন ভুল ধারণা দূর করার আহ্বান জানিয়ে তিনি দেশে কারিগরি প্রতিষ্ঠানের উন্নয়নে তার মন্ত্রণালয়ের প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় তরুণদের সফট স্কিল ও কারিগরি জ্ঞান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ শহর ও জেলায় কারিগরি কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে।’