তিস্তার ভাঙন রোধের দাবিতে জনসভা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধের দাবিতে জনসভা। ছবি : এনটিভি

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও—স্লোগানে টেকসই পরিবেশ বান্ধব উপায়ে ভাঙন রোধের দাবিতে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলার উলিপুর উপজেলার বজরা দারুল উলুম মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ এবং কুড়িগ্রাম সোসাইটি ঢাকার সভাপতি মো. ফজলুল হক।

জনসভায় বক্তারা বলেন, তিস্তা নদীকে বাঁচাতে না পারলে উর্বর ভূমি, সবুজ প্রকৃতি কোনটাই বাঁচানো যাবে না। প্রতি বছর তিস্তায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে দারিদ্র হয়ে পড়ছে।

এজন্য তিস্তায় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।