থানা হবে জনগণের সেবাপ্রাপ্তির ভরসাস্থল : আইজিপি

Looks like you've blocked notifications!
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষতা দিনদিন বাড়ছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। সমাজের সব শ্রেণির মানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে। থানা হবে জনগণের সেবাপ্রাপ্তির ভরসাস্থল।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩-এর তৃতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)’ প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

এ সময় আইজিপি শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান দ্রব্য উদ্ধার অভিযানে কৃতিত্ব অর্জনকারী ইউনিটকে পুরস্কার প্রদান করেন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও প্যারেড উপকমিটির সভাপতি মো. কামরুল আহসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থান আরও দৃঢ় করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল হিসেবে নিজেদের মর্যাদা স্থাপন করতে সক্ষম হয়েছে।’

আইজিপি আরও বলেন, ‘পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুরস্কার সম্মান, গর্ব ও অহঙ্কারের স্মারক। পুরস্কার ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। নিজেদের কর্মস্পৃহাকে শাণিত করে। অপারেশনাল কার্যক্রমে পেশাদারিত্বের সঙ্গে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।’

আইজিপি বার্ষিক পুলিশ প্যারেডে দৃষ্টিনন্দন প্যারেড উপহার দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ প্রদান করা হয়। আইজিপি তাঁদের ব্যাজ পরিয়ে দেন।