দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সূত্র জানিয়েছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। 

এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবাসীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায় এবং একজনের বাড়ি নোয়াখালী জেলায়।