দক্ষিণ চট্টগ্রামে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতার অডিশন সম্পন্ন
দেশ বিদেশে সাড়া জাগানো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে-২০২১’ অনুষ্ঠানের দক্ষিণ চট্টগ্রামের অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহাসিক চুনতীর মসজিদে বায়তুল্লাহ প্রাঙ্গণে গতকাল রোববার দিনব্যাপী এই অডিশনে প্রধান অতিথি ছিলেন পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অডিশন রাউন্ডে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার বাছাইকৃত শতাধিক হাফেজে কুরআন অংশ নেন।
অনুষ্ঠানে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের সহসভাপতি ক্বারী জহিরুল ইসলাম, সেক্রেটারি মুফতি মাওলানা মহিউদ্দিন, ঐতিহাসিক চুনতীর ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মাওলানা ক্বারী আনোয়ারুল হক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনায়েদ, কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন ও মাওলানা বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।