দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহণ ধর্মঘট

Looks like you've blocked notifications!
নাটোরে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক যৌথ সভা। ছবি : এনটিভি

মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবি না মানা হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে ধর্মঘট করা হবে বলে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। আজ শনিবার বিকেলে নাটোরে এক কনফারেন্স সেন্টারে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যৌথ সভায় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লবের সভাপতিত্বে বিভাগীয় সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ রাজশাহী বিভাগের ১৭টি পরিবহণ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে পরিবহণ কর্মবিরতির সিদ্ধান্ত জানান সাফকাত মঞ্জুর বিপ্লব।

এদিকে রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর ঢাকার বাইরে শেষ গণসমাবেশ বিএনপির। ওই দিন সবচেয়ে বড় গণসমাবেশ হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। তার একদিন আগেই ধর্মঘট হতে চলেছে। এমন ঘটনা অন্য গণসমাবেশের আগেও দেখা গেছে। তবে কোনো প্রতিবন্ধকতাই সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি কমাতে পারবে না বলে মনে করছেন তাঁরা।

যদিও ১১ দফা দাবি বহুদিনের। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই বলে দাবি পরিবহণ মালিক-শ্রমিকদের। বিভিন্ন সময় প্রশাসনকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।