দিনাজপুরের শালবনে নীলগাই, বিরক্ত না করতে মাইকিং

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরের একটি ফসলি জমিতে ছোটাছুটি করছে বিলুপ্ত নীলগাই। ছবি : এনটিভি

ভারত সীমান্তবর্তী দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে বিলুপ্ত একটি নীলগাইয়ের দেখা মিলেছে। আজ শনিবার (১১ মার্চ) সকালে প্রাণীটিকে দেখা যায়। পরে বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তাকে খবর দেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে বিলুপ্ত প্রাণীটিকে দেখতে শালবনে ভিড় করে স্থানীয়রা। নীলগাইটিকে বিরক্ত না করতে মাইকিং করেছে বিট কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর ঈদগাঁ এলাকায় শনিবার ভোর ৬টার দিকে স্থানীয় কৃষক আবুল হোসেন (৫২) নীলগাইটিকে ধানক্ষেতে ছুটোছুটি করতে দেখেন। পরে, তিনি ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলীকে খবর দেন। এদিকে, ভারত থেকে নীলগাই এসেছে এমন খবরে শালবনের আশেপাশে ভিড় করতে থাকে উৎসুক জনতা।

মহসিন আলী বলেন, ‘বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে কোনোভাবে ভারতের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একটি নীলগাই বাংলাদেশের অভ্যন্তরে শালবনে প্রবেশ করেছে।’

বন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘নীলগাইটি বর্তমানে শালবনে রয়েছে। প্রাণীটিকে যাতে কেউ বিরক্ত বা ধরার চেষ্টা না করে, সেজন্য হ্যান্ড মাইক ও এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়েছে।’

নীলগাইটির নিরাপত্তায় শালবনে মহসিন আলীসহ মোট তিনজন প্রহরী রয়েছেন বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা।