দিনাজপুরে চাল মজুত ও কীটনাশক স্প্রে করায় জরিমানা

Looks like you've blocked notifications!
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের গোডাউনে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় চালের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরের পালপাড়া এলাকায় আমদানিকারক নবিবুলের গোডাউনে এ অভিযান চালানো হয়।

এ সময় চাল মজুদ ও কীটনাশক স্প্রে করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে ৯ থেকে ১০ মাস ধরে নিজস্ব গোডাউনে মজুদ করে রেখেছেন। এমন সংবাদ পেয়ে গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় চালে কীটনাশক স্প্রে এবং দীর্ঘদিন ধরে মজুদ করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কীটনাশক স্প্রে করা চালগুলো ধ্বংস করারও নির্দেশ দেওয়া হয়েছে।