দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ২

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—সদর উপজেলার রামনগর এলাকার বাবুল আখতার (৫৫) ও পাটুয়া পাড়ার বাসিন্দা সোহান (২৭)। বাবুল আখতার ফুলবাড়ি ভূমি কার্যালয়ে তহসিলদার ছিলেন এবং সোহান কম্পিউটার অপারেটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে দিনাজপুর-ফুলবাড়ি সড়কের চুনিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী নিহত হন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মওলা বক্স বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’