দিনাজপুরে বৃষ্টির জন্য দোয়া

Looks like you've blocked notifications!
দিনাজপুরে তাপদাহে বিপর্যস্ত মানুষ বৃষ্টির জন্য দোয়া করেন। ছবি : এনটিভি

দিনাজপুরে গত কয়েকদিন থেকে অব্যাহত তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। হাঁফিয়ে উঠেছেন সবাই। পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দিসহ গরমজনিত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য জেলার কয়েকটি স্থানে নামাজ আদায়ের পর দোয়া করেছেন মুসল্লিরা।

আজ শনিবার সকাল ৮টায় দিনাজপুর আদর্শ কলেজ প্রাঙ্গণে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আমের। সেতাবগঞ্জে নামাজের ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী।

জানা গেছে, এলাকার কয়েকশ মুসুল্লি আদর্শ কলেজ মাঠে আয়োজিত নামাজে অংশ নেন। এরপর দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আমের। একই সময় সকাল সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন সেতাবগঞ্জের সাধারণ মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই দিনাজপুরে তাপদাহ চলছে। তাপমাত্রা ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি থেকে শুরু করে ৩৭ ডিগ্রি পর্যন্ত দেখা দিচ্ছে। আগামী দুএকদিনে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।