দিনাজপুরে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের বিরল উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বিরল শাখার আয়োজনে আজ মঙ্গলবার বেলো ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থী, নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও সচেতন মহল অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, ভাণ্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বিরল উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, বিরল প্রেসক্লাব ও হামেরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস সরকার, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বিরল পৌর শাখার সভাপতি মহসীন আলী, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান, ভাণ্ডারা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায় ও ভুক্তভোগী শিশুটির বাবা। পরে আয়োজকরা বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ভাণ্ডারা (পাগলাপীর) গ্রামে সাত বছর বয়সী শিশুকে কে বা কারা তার নিজ বাড়িকে একা পেয়ে পৈশাচিক নির্যাতন ও ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য বর্গার সঙ্গে ঝুলিয়ে রাখে। বর্তমানে শিশুটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার পর থেকে শিশুটি অজ্ঞান অবস্থায় আছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বিরল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের রাসেলকে (২২) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।