দিনাজপুর কারাগারের কয়েদির মৃত্যু

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলা কারাগার। ফাইল ছবি

দিনাজপুর জেলা কারাগারের কয়েদি আমিনুল ইসলাম (৪৮) মারা গেছেন। আজ রোববার সকাল ১০টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কারাগারে হৃদরোগে আক্রান্ত হন আমিনুল ইসলাম। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহররমপুর গ্রামে।

দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, অর্থ সংক্রান্ত মামলায় আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আমিনুল ইসলামকে। গত জুন মাসের প্রথম থেকে তিনি এই কারাগারে ছিলেন। ২৯ জুলাই কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ১০টায় আমিনুল ইসলাম হাসপাতালেই মারা যান।

দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আমিনুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।