দুই চুলার গ্যাসের দাম বেড়ে ১০৮০ টাকা, এক চুলা ৯৯০

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। আগামী মাস থেকে এ দাম কার্যকর করা হবে।

আজ রোববার বিকেল ৩টায় বিইআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ফারুক এ মূল্য ঘোষণা করেন।

নতুন দাম অনুসারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯.৭ টাকা থেকে ২২.৭৮ শতাংশ বাড়িয়ে ১১.৯১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ ছাড়া  আবাসিকে এক চুলা ৯৯০ টাকা ও দুই চুলা এক হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম।

এর আগে গত ২১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিপরীতে গণশুনানি করে বিইআরসি। ওই শুনানিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ, অর্থাৎ এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে দুই হাজার ১০০ টাকা করার প্রস্তাব করার বিপরীতে দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা এবং এক চুলার ট্যারিফ ৯২৫ থেকে বাড়িয়ে ৯৯০ টাকায় উন্নীত করার সুপারিশ করে বিইআরসি।