দুই শিক্ষার্থীর হাতাহাতির পর দুই ইউনিয়নের সংঘর্ষ, নিহত ১

Looks like you've blocked notifications!
ফরিদপুরের দুই ইউনিয়নের সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি : এনটিভি

ফরিদপুরের সালথা উপজেলায় প্রতিপক্ষের হামলায় নান্নু ফকির (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার যদুনন্দী বাজারে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা।

পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কায়ুম মোল্লা জানান, ওই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মধ্যে গত ২১ এপ্রিল কথাকাটাকাটির জের ধরে হাতাহাতি হয়। এ নিয়ে বোয়ালমারী উপজেলার রুপাপাত ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে একাধিকবার হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে রুপাপাত ইউনিয়নের কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত সেতু পার হয়ে যদুনন্দী বাজারে ঢুকে হামলা চালায়। এ সময় তাদের হামলায় নান্নু ফকির নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার রাত ১২টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।