দুবলার চরে এবার রাসমেলার অনুমতি নেই
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে আসন্ন রাস পূর্ণিমায় দুবলার চরের আলোরকোলে রাসমেলার অনুমতি দিচ্ছে না বনবিভাগ। তবে বনবিভাগ পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দিবেন। এবারের রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে যেতে পারবে না সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো লোকজন।
আজ মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ‘আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর দুবলার চরে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ সময়ে সেখানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের সীমিত আকারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আগামী ১৭ নভেম্বর সকাল থেকে দুবলায় যাওয়ার জন্য পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে।
১৭ নভেম্বর সকালে বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুবলার চরে যাবেন। এরপর ১৮ নভেম্বর রাতের রাসপূজা ও ১৯ নভেম্বর ভোরে পুণ্যস্নান শেষ করে ফিরে আসবেন। তাদের যাওয়া আসার জন্য নির্দিষ্ট রুট থাকবে, এর বাহিরে গেলে কিংবা নির্ধারিত সময়ের আগে পরে যাওয়ার চেষ্টা ও অবস্থান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এছাড়া রাসপূজা ও স্নান অনুষ্ঠানস্থলে বনবিভাগের পাশাপাশি নিরাপত্তায় থাকবে র্যাব, কোস্ট গার্ড ও পুলিশ।
ডিএফও মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে দুবলার চরের আলোরকোলে রাসমেলা করার অনুমতি দেওয়া হচ্ছে না আয়োজক কমিটিকে। ফলে রাস পূর্ণিমার পূজা ও স্নান অনুষ্ঠিত হবে। আর পূজা ও স্নানে সনাতন ধর্মী ছাড়া অন্য কোনো ধর্মের লোকজন যেতে দেওয়া হবে না।’