দুর্গম ক্যাম্পের সেনাদের সঙ্গে সেনাপ্রধানের শুভেচ্ছা বিনিময়

Looks like you've blocked notifications!
সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের দুর্গম বামে লংগদু ক্যাম্প পরিদর্শন শেষে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের দুর্গম বামে লংগদু ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ শনিবার (২২ এপ্রিল) সকালে জোন পরিদর্শনের সময় সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সকাল ১০টার দিকে সেনাপ্রধান লংগদু জোনে এলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

পরিদর্শনের সময় বাহিনী প্রধান সেনা সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় সেনাপ্রধান দুর্গম পাহাড়ে সেনা সদস্যদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন। সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদে পাহাড়ে ছুটে আসেন বলে জানান সেনা প্রধান।