দুর্গাপূজার আগে ঘোষিত মজুরি ও বোনাস দেওয়া হবে : চা বোর্ড চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রী ঘোষিত সব চা বাগানে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরিসহ বোনাস দেওয়া হবে। ইতোমধ্যে চা বোর্ডের বাগানগুলোতে মজুরি ও অন্যান্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় বাংলাদের চা গবেষণা ইনস্টিটিউটের টি টেস্টিং হল রুমে বাংলাদেশ চা বোর্ডের টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। চা রপ্তানির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। চা রপ্তানির ক্ষেত্রে গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই।’

চেয়ারম্যান আরও বলেন, ‘মূলত আমাদের টি প্লান্টাররা টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটি একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।

টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল কার্যক্রমে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ অন্য অতিথিরা। ছবি : এনটিভি

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বাংলাদের চা গাবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশীয় চা সংসদ সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলি।

প্রশিক্ষণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগান প্রতিনিধিরা তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিংয়ে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ টি টেস্টিংয়ে অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩৪ জন বাগান প্রতিনিধি অংশ নিচ্ছেন।