দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার

Looks like you've blocked notifications!
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গি হামলার শঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আজ বৃহস্পতিবার পূজার প্রস্তুতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ৫০ জন ছেলে তাদের বাড়ি ছেড়েছে। তারা কোথায় ট্রেনিং নিচ্ছে, আমরা এখনও তা জানি না। ফলে, জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের গোয়েন্দারা এ নিয়ে কাজ করছে। আমরা আশা করি, তারা ফিল্ডে কোনো অপারেশনে আসার আগেই তাদের ধরে ফেলতে পারব।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘পূজা মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে। যেসব স্থানে সিসি ক্যামেরা নেই, সেসব স্থানে ২৪ ঘণ্টাই নজরদারিতে রাখা হবে।’ 

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা-ঝুঁকি দুই ধরনের হয়। একটা জঙ্গি হামলার আশঙ্কা, অন্যটা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

গুজব রোধেও সাইবার মনিটরিং চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।