দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্র ও শনিবার খোলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/11/mokha_7pm.jpg)
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোখার অবস্থান। ছবি : জুম আর্থের ওয়েবসাইট
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগামীকাল শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ মে) খোলা থাকবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি।
আজ বৃহস্পতিবার (১১ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।