দেশের অবস্থা ওয়ান-ইলেভেনের চেয়েও খারাপ : খন্দকার মোশাররফ

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভায় শনিবার সন্ধ্যায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

বর্তমানে দেশের অবস্থা ওয়ান ইলেভেনের চেয়েও খারাপ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ওয়ান-ইলেভেনে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সাবেক সরকার ও গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, প্রশংসনীয় সব কার্যক্রমের মাধ্যমে। এখন বাংলাদেশের অবস্থা তার চেয়েও খারাপ। আজ বাংলাদেশ আবার গণতন্ত্রহীন। দিনের ভোট রাতে হয়। দেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই।’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভায় আজ শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যারা জনগণের সরকার নয়, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না। তারা কোনোকিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এ সরকার। এতদিন শুধু আমরা বলেছি যে, দেশে কোনো গণতন্ত্র নেই। এখন আর আমাদের বলতে হয় না। বাংলাদেশে যে গণতন্ত্র নেই, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে এখন হাইব্রিড সরকার চলছে। এই হাইব্রিড সরকার টিকে থাকার জন্য দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে। এটাও আমাদের কথা নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমেরিকা আমাদের দেশের একটি সংস্থাকে নিষেধাজ্ঞা দেয়, বড় বড় সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এটা আমাদের অত্যন্ত লজ্জার। কিন্তু এটার জন্য দায়ী কে? এ গায়ের জোরের সরকার। সরকারকে উৎখাত করতে গেলে খোন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকা স্মরণ করতে হয়। তিনি ওয়ান-ইলেভেনে যে ভূমিকা রেখেছিলেন, সেটা অনুসরণ করেই আমাদের মাঠে কাজ করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।