দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : এনটিভি

‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহাস্রোতে আছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (১২ মার্চ) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহাস্রোতে আছি। আইনশৃঙ্খলা যদি ভালো না থাকত, এখানে যদি পুলিশ, নিরাপত্তাবাহিনী তাদের কাজটি না করত তাহলে কিন্তু আমরা থমকে যেতাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনাসারসহ সব বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি।

জেলা শহরের পলাশগড়ে রিক্রিয়েশন ক্লাব চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, শিল্প পুলিশের এআইজি মাহাবুবুর রহমান রিপন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের সভাপতি মো. রফিকুল আলম হেলাল, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।