‘দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা হয়নি’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/11/tazul-islam.jpg)
ভারতের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ভারত বাংলাদেশের বিশ্বস্ত ও বন্ধুপ্রতিম দেশ। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকা দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক দ্বিপাক্ষিক, আস্থার ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বলেও জানান মন্ত্রী।
আজ শনিবার সিলেটে ধোপাদীঘির পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা বলেন। এর আগে তিনি ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দীঘির চারপাশে ওয়াকওয়ে ও ছয়তলা বিশিষ্ট ক্লিনার কলোনি ভবন উদ্বোধন করেন। তিনি ছয়তলা স্কুলভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশি রাষ্ট্র। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমাদের স্বার্থ অক্ষুণ্ন রেখে দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘শুধু ভারত নয়, যেকোনো প্রতিবেশি রাষ্ট্র অযৌক্তিক কাজ করলে আমরা সমর্থন করব না। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা ন্যায্যতার। এই সম্পর্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’
মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ যেমন তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন, তেমনি রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করে থাকেন। কিন্তু, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির মাধ্যমে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।’
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
এসময় স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।