দেশে আপাতত জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/30/vokta-odhidoptor.jpg)
পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বাংলাদেশের বাজারে পবিত্র জমজম কূপের পানি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন সংস্থাটির মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের যেসব দোকানে এই জমজম কূপের পানি বিক্রি হয় সেসব দোকানি ও ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ব্যবসায়ীদের উদ্দেশে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘খোলা বাজারে এটা কীভাবে এলো, কিসের উপর ভিত্তি করে আপনারা এই পবিত্র পানি বাণিজ্যিকভাবে বিক্রি করছেন? কোথা থেকে, কাদের মাধ্যমে এই পানি আপনাদের হাতে আসছে? এই সব বিষয় নিয়ে এবং বাণিজ্যিকভাবে এই পবিত্র পানি বিক্রির বিষয় নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বসবো। আর আপনারাও এই জমজমের পানির বিক্রির উৎস সম্পর্কে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে জানাবেন। তার আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে বাইতুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ থাকবে।’
মহাপরিচালক আরও বলেন, ‘নির্দেশনা অমান্য করে যদি এরপরও কোনো ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকান আমরা সিলগালা করে দিবো। আমাদের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও যারা জমজম কূপের পানি বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’