দেশে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে কোনো নির্বাচন হবে না। কারণ এই দেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ভোট চুরি হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল আওয়াজ তুলেন; আওয়ামী লীগের নাম কী? নেতাকর্মীরা তখন স্লোগানে স্লোগানে মুখরিত করে বলেন, ‘ভোট চোর, ভোট চোর’।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (১৫ মার্চ) এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত গণবিরোধী ও দেশবিরোধী সরকার ভয় দেখাতে অতীতে র‌্যাব দিয়ে গুম করেছে। এখন পুলিশের ডিবি দিয়ে গ্রেপ্তার করছে। এই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের ন্যায়সঙ্গত দাবিকে কখনো কোনো দিন অস্ত্র দিয়ে দাবিয়ে রাখা যায় না। অতীতেও যায়নি। প্রভাবশালী ডিক্টেটর হিটলার পারেনি, পরিণতিতে বিষপান করে মৃত্যুবরণ করেছে। ইরাকের সাদ্দাম মাটির নিচে গুহায় লুকিয়েও বাঁচতে পারেনি। মুসোলিনি পারেনি, আইয়ুব-ইয়াহিয়া ও ভুট্টো পারেনি। এই আওয়ামী লীগ সরকারও পারবে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘২০১৩ সাল থেকে গুম করা হচ্ছে। হাজারো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। থানায় নিয়ে পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কী কোনো ভয় সৃষ্টি করাতে পেরেছে, কোনো লাভ হয়েছে? হয়নি। আওয়ামী লীগ মেগা প্রজেক্টের মাধ্যমে মেগাদুর্নীতি করছে। আর লম্বা লম্বা কথা বলে যে, নির্বাচন হবে সংবিধান মোতাবেক। অথচ সংবিধান তো তারাই কেটে ছেড়ে শেষ করেছে। এই দেশে আরো কোনো বিনাভোটের নির্বাচন হবে না। যদি বাঁচতে চাই তাহলে প্রতিটি রাস্তায় পাড়া মহল্লায় ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

এই সরকার দুর্নীতি করে দুর্নীতির হাত থেকে বাঁচতে আবারও একদলীয় বাকশালে ফিরে যেতে চাচ্ছে বলেও অভিযোগ করে বিএনপি মহাসচিব।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বক্তব্যে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।