দেশে চার কোটি ৯৪ লাখের বেশি করোনা টিকার প্রয়োগ

Looks like you've blocked notifications!
করোনার টিকাদানের । ফাইল ছবি

দেশে গতকাল বুধবার পর্যন্ত চার কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ৭৪ লাখ ৫৪ হাজার ৪৪৯ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ আট হাজার ৫০৬ জন।

ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৩২ হাজার ৮৬৫ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ হাজার ৭৮৪ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১১৬ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৮ লাখ ৬৯ হাজার ৩১৪ জন।

আর, মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ আট হাজার ৬৮০ জন, এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ৫৫ হাজার ২৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৮৮৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৩৯ হাজার ৫৯৩ জন নিবন্ধন করেছেন।